মোঃআছাদুজ্জামান মিয়া,ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের ৬ শত অসহায় পরিবারের মধ্যে ঈদ খরচ নগদ অর্থ বিতরণ করে ঈদের খুশিকে ভাগাভাগি করে নিলেন চেয়ারম্যান মিজানুর রহমান (সোনা মিয়া)। শনিবার (২৯ মার্চ) সকালে রুপাপাত ইউনিয়ন পরিষদে এ অর্থ বিতরণ করেন। এ সকল নগদ অর্থ চেয়ারম্যানের ব্যক্তিগত অর্থায়ন থেকে দেওয়া হয়।
নাম প্রকাশ না করার সত্বে কয়েকটি অসহায় পরিবার জানায়, ঈদের আগে এই নগদ টাকা পেয়ে অনেক বড় উপকার হলো। এই টাকা দিয়ে সেমাই চিনি কিনবো ঈদের দিনের জন্য। ঈদের দিন খুশিতে খুশিতেই কাটবে।
চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ঈদের খুশি অসহায় পরিবারদের সাথে ভাগাভাগি করার জন্য নিজের ব্যক্তিগত অর্থ থেকে ইউনিয়নের ৬ শত পরিবারের মধ্যে ঈদের বাজার করার জন্য নগদ টাকা বিতরণ করেছি।
বিতরণ করে আমি নিজেও অনেক আনন্দিত যারা পেয়েছে তারাও অনেক আনন্দিত।