সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি (রাঙ্গামাটি)প্রতিনিধি:
সারাদেশের ন্যায় রাঙ্গামাটি জেলার বিলাইছড়িতেও ভয়াল ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১১:০০ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এর আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন, থানা অফিসার ইনচার্জ মানস বড়ুয়া, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ফকির, ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম চাকমা, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বিভীষণ চাকমা,উপজেলা শিক্ষা অফিসার(ভা:) নিরালা কান্তি চাকমা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা (ভা:) সুজন বড়ুয়া, উপজেলা প্রকৌশলী আলতাফ হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন-স্ট্রাক্টর বখতেয়ার হোসেন, শিক্ষক- জসীম উদ্দীন তালুকদার, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, লিসা পাংখোয়াসহ অন্যান্য কর্মকর্তা – কর্মচারী এবং শিক্ষার্থীরা।
এর আগে সকালে ২৬ শে মার্চ উপলক্ষে শিক্ষার্থীদের চিত্রাংঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।