রিপন মারমা, কাপ্তাই :
রাঙ্গামাটি বনরুপা বাজার থেকে বন বিভাগের বিশেষ টহল দলের উদ্ধার করা ১ টি বনমোরগ অবমুক্ত করা করা হয়েছে।
রবিবার (২৩ মার্চ) সকালে সেগুলো উদ্ধারের পর কাপ্তাই জাতীয় উদ্যানের সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।
দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো: ওমর ফারুক স্বাধীন
বলেন, ‘রবিবার সকালে রাঙ্গামাটি বনরুপা বাজার এলাকায় একটি বনমোরগ বিক্রির খবর পেয়ে সেগুলো উদ্ধার করা হয়। পরে দুপুরে কাপ্তাই রেঞ্জের সংরক্ষিত বনের প্রাকৃতিক পরিবেশে সেগুলো অবমুক্ত করা হয়।’
তিনি আরও বলেন, ‘এ ছাড়া আমরা সাধারণ মানুষদের নিয়মিত সচেতন করছি। আমরাই পারি বন্যপ্রাণী বাঁচাতে।’
উদ্ধার অভিযানে নেতৃত্বে দেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সুবলং রেঞ্জের রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুরাদ ও
বিশেষ টহল দলসহ বন বিভাগের কর্মচারীরা উপস্থিত ছিলেন