(বরিশাল) প্রতিনিধি;
বাকেরগঞ্জে ফরিদপুর ইউনিয়নের জননী ব্রিকফিল্ড প্রভাবশালীরা দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে।
ইটভাটার মালিক মীর জাকির হোসেন দীর্ঘদিন ধরেই প্যারালাইসে আক্রান্ত হয়ে মানবতার জীবনযাপন করছেন।
১৮/৪/২০২৫ ইং শুক্রবার বেলা ১১ টায় এ ঘটনায় ভুক্তভোগী মালিক উপজেলার ফরিদপুর ইউনিয়নের রঘুনন্দি গ্রামে নিজ বাড়িতে হুইল চেয়ারে বসে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলপন, বিগত ২০১৭ সালে ফরিদপুর ইউনিয়নের রঘুনদ্দি গ্রামে বিমারখালের পূর্ব পাশে ৪ একর জমি কবির মৃধাদের নিকট থেকে লিজ নিয়ে জননী ইটের ভাটা নির্মাণ করেন। পরবর্তীতে কাকরধা গ্রামের বাসার মোল্লাকে তিনি তার ভাটার ম্যানেজার পদে নিয়োগ দেয়।তিনি হঠাৎ প্যারালাইস হয়ে অসুস্থ হয়ে দীর্ঘদিন ঢাকায় চিকিৎসাধীন থাকার সুযোগে তার অনুপস্থিতিতে ২০১৯ সালের শেষ দিকে তার দেয়া চুক্তিপত্র, ষ্ট্যাম্প, দলিল এবং ব্যাংক চেকসহ প্রয়োজনীয় কাগজপত্র বসার মোল্লা তার দলীয় মোঃ সোবাহান হাওলাদার, মোঃ রশিদ হাওলাদার, মোশারেফ সুমন, আবুল খন্দকার, কালাম খন্দকার, হাসান খন্দকার, সোয়ান খন্দকারের সহযোগীতায় তার ইট ভাটার মালিকানার সকল দলিলপত্র গায়েব করে। সেই কাগজপত্রের ডুপ্লিকেট জাল জালিয়াতি করিয়া তিনি তার ইট ভাটা দখলে নিয়ে ব্যবসা পরিচালনা করছেন।
লিখিত বক্তব্যে মীর জাকির হোসেন আরো জানান, ওই সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় দলের প্রভাব খাটিয়ে স্থানীয় চেয়ারম্যান হাজী শফিকুর রহমানের সহযোগিতায় আওয়ামী লীগ নেতা বাসার মোল্লা তার ইটভাটা জবরদখল করে নেয়। বিগত ৫ জুলাই গণঅভ্যুত্থানের সরকার ক্ষমতায় এলে তিনি ইটভাটা নিজের মালিকানায় উদ্ধার করার স্বপ্ন দেখেন। তারই ধারাবাহিকতায় তিনি ইট ভাটা উদ্ধারের জন্য বরিশালে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। মামলা করায় ইট ভাটা দখলকারীরা দখলকৃত তার ইটভাটা ছেড়ে দিবে বলিয়া শালিশ বৈঠকে সিদ্ধান্তে হলে তিনি মামলা পরিচালনা থেকে বিরত থাকেন। তিনি ২০২০ সালে পূনরায় তার ইটভাটায় ২৫ লক্ষ টাকার মাটি ক্রয় করিয়া জমাট বাঁধেন। আবারো বাসার মোল্লা সন্ত্রাসীদের নিয়ে তার ২৫ লক্ষ টাকার মাটি ইট জোরপূর্বক দখল করিয়া নেয়। এতে তার ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়। তিনি প্যারালাইজড রোগে মারাত্মক অসুস্থ থাকায় হাঁটাচলা করতে পারছেন না। যে কারনে তিনি মামলা পরিচালনাসহ আইনি সহায়তা নিতে বিলম্ব হচ্ছে। তিনি কিছুদিন পূর্বে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি দ্রুত সময়ের মধ্যে তার ইট ভাটা উদ্ধার করে দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেন।