সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
বিদ্যুতের ছেড়া তার সরাতে গিয়ে বাউফলে হাসি বেগম (৪৫) নামের তিন সন্তানের এক জননী মারা গেছেন।আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাউফলের কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।মৃতের স্বামীর নাম আবু মুন্সী।
জানা গেছে, ঘটনার দিন সকালে বাড়ির লোকজন মজগুনির গাছগাছালি কাটেন ।এসময় গাছ পরে বিদ্যুতের সার্ভিস লাইনের তার ছিড়ে পরে ।সকাল সাড়ে ১০টার দিকে হাসি বেগম চুলা তৈরির জন্য মাটি আনতে যান। এসময় তিনি বিদ্যুতের ছেড়া তার হাত দিয়ে সরাতে গিয়ে বিদ্যুতায়িত হন ।পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।