সাইফুল ইসলাম, (বাউফল প্রতিনিধি):
ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সার্বিক ব্যবস্থাপনায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর তত্ত্বাবধানে ডেঙ্গু মশা ও ডেঙ্গুর উৎপাদন স্থান ধ্বংস করার জন্য এবং গনসচেতনা সৃষ্টির জন্য একটি কার্যকরী ক্লিনিং ক্যাম্পিং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাউফল বাজারে অনুষ্ঠিত হয়।
গতকাল আয়োজিত ক্লিনিং ক্যাম্পিং এর উদ্বোধন করেন বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকতা ডা: মো: আব্দুর রউফ। তিনি বলেন ডেঙ্গু প্রতিরোধে ডেঙ্গুর উৎপত্তিস্থল ধ্বংস করতে হবে।আমরা সব জায়গা হয়ত পরিস্কার পরিচ্ছন্ন করতে পারব না।তবে ডেঙ্গু সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গঠনে সকলে অবদান রাখবেন।ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার ( টিবি) সুব্রত মল্লিক, প্রোগ্রাম অফিসার ( জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প) আরিফুর রহমান। আরও উপস্থিত ছিলেন বাউফল পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার সুপারভাইজার মো: আলামিন, রেড ক্রিসেন্টের উপজেলা টিম লিডার মো: নাজমুল ইসলাম।
২০ জন পরিচ্ছন্নতা কর্মী সারাদিন ক্লিনিং ক্যাম্পিং অভিযান করেন। এই অভিযান পরিচালনা করেন পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার সুপারভাইজার মো: আলামিন।এই ক্লিনিং ক্যাম্পিং সফল ও কার্যকর করার জন্য উপজেলায় প্রতি এলাকায় ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং করা হয়।
—