সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
বাউফলে এসএসসি পরীক্ষার্থীর বাপ্পী (১৫) নামের এক মৃত্যু হয়েছে নোয়াখালীতে । বাপ্পী পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা গ্রামের রিপন গাজীর ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার রাতে লেখাপড়া শেষে খাওয়ার সময় বাপ্পীর গলায় ভাত আটকে যায়। এ সময় তিনি বুকে ব্যাথা অনুভব করেন। পরে তাকে নোয়াখালী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। তার পরিবার নোয়াখালী বসবাস করেন। বাপ্পীর বাবা রিপন গাজী সেখান কন্ট্রাক্টটর হিসেবে কাজ করেন। বাপ্পী এ বছর নোয়াখালী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছেন।
বাপ্পীর চাচা রাকিবুর রহমান বলেন, ভাত খাওয়ার সময় গলায় আটকে যায়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান ষ্ট্রোক হয়ে বাপ্পী মারা গেছেন। বাপ্পীর লাশ নোয়খালী থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে। বিকালে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
প্রবণতা
- ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকে সম্মাননা
- হযরত মোহাম্মদ (সা:) কে কটুক্তি: নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
- মামলা ও অভিযোগ ছাড়াই অভিনেত্রী আটক : তীব্র সমালোচনার মুখে অন্তর্বর্তী সরকার
- ভাসানচরকে হাতিয়া থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
- হাতিয়ায় চতুর্থ বিয়ের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
- মুরাদনগরে নববর্ষকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা
- চরভদ্রাসনে উপজেলা প্রশাসনও মৎসের জাটকা সংরক্ষণ
- ময়মনসিংহ জেলার স্কাউট কর্মশালা অনুষ্টিত