মোহাম্মদ মাসুদ মজুমদার :
কুমিল্লার বরুড়া হাজী নোয়াব আলী পাইলট
উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, দাতা সদস্য ও এলাকার পরলোকগত মুরব্বীগনের স্মরনে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৬ এপ্রিল সকাল ১০টায় বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেধাদ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া থানা ওসি তদন্ত সঞ্জয় সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ জুনাব আলী, অভিভাবক সদস্য ও বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইলিয়াস আহমেদ, ডাঃ আবদুল মতিন, দেওড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মোঃ আক্তারুজ্জামান, সাবেক বিসিআইসি কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলাম।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহানুর রহমান সোহেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বরুড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হাসেম, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদ মজুমদার, অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সমাজ সেবক ও সাবেক কাউন্সিলর মোঃ জাকির হোসেন, সাবেক অভিভাবক সদস্য মোঃ আমান উল্লাহ, মইনুল ইসলাম হেলাল। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ওমর ফারুক, আবু হানিফা নোমান, পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এসএসসি পরীক্ষার্থী রিয়ন সাহা, দশম শ্রেণির শিক্ষার্থী সৃজন বৈষ্ণব,
মানপত্র পাঠ করেন দশম শ্রেণির শিক্ষার্থী নিলয় সুত্রধর,শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মোঃ ফজলুর রহমান।