মোহাম্মদ মাসুদ মজুমদার :
কুমিল্লার বরুড়ায় ৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে উপজেলার নির্বাচন অফিসের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
তোমার আমার বাংলাদেশে ভোট দিবো মিলে মিশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরুড়ায় ৭ম জাতীয় ভোটার দিবস অনুষ্ঠিত হয়েছে।
২রা মার্চ দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ওসমান গনির সার্বিক ব্যবস্থাপনায় কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উম্মে মুসলিমা।
এ সময় কর্মসূচীতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ বোরহান উদ্দিন ভুঁইয়া, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক,উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সোলেমান হোসেন, সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ ইলিয়াস মিয়া, বরুড়া প্রেসক্লাবের সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী সাংবাদিক অধ্যাপক মোহাম্মদ মাসুদ মজুমদার, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সলিল রঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক, এবি ব্যাংক বরুড়া শাখার জুনিয়র অফিসার সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন, রক্তঋণ সামাজিক সংগঠনের আহবায়ক গাজী কামরুল হাসান।