মোহাম্মদ মাসুদ মজুমদার:±:
কুমিল্লার বরুড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, গ্রামীণ বৈশাখী ও লোকজ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
১৪ এপ্রিল সোমবার সকাল ১০টায় বরুড়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উম্মে মুসলিমা এর সভাপতিত্বে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, শোভাযাত্রাটি বাজারে সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ মাঠে শেষ হয়।
বেলা ১১টায় উপজেলা পরিষদ মাঠে গ্রামীণ বৈশাখী ও লোকজ মেলার উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উম্মে মুসলিমা।
এসময় উপস্থিত ছিলেন বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, বরুড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস আহমেদ, দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক সলিল বিশ্বাস, কাজী মমিন উল্লাহ ভুইয়া, দৈনিক সমাজকন্ঠ ও দৈনিক বরুড়া কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন, আবু ইউসুফ রাবেত, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এদিন অনুষ্ঠানের শুরুতে বরুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থীরা জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ এসো এসো গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বিকেল ৪টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী গ্রামীণ বৈশাখী ও লোকজ মেলায় গ্রাম বাংলার পুরনো পিঠা, ও গ্রামীণ দৈনন্দিন জীবনের সাথে পরিচিত বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হয়।