বরিশাল প্রতিনিধি:
মৎস্য অধিদপ্তরের অভিযানে বরিশালের কাশিপুর থেকে পেরো ড্রাম ইলিশের পোনা (চাপিলা) মাছ জব্দ করা হয়েছে। এ সময় মাছ বহন করা তিনটি ইজিবাইকের চালককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২২/৩/২০২৫ ইং রবিবার বেলা ১২ টার দিকে বরিশাল শহরের কাশিপুর এলাকা থেকে মৎস্য অধিদপ্তর অভিযান চালিয়ে ইজিবাইক সহ প্রায় ১৩ ড্রাম চাপিলা মাছ জব্দ করে।
গোপন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম (শান্তনু) এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব মাছ জব্দ করা হয়। এসময় অবৈধ ভাবে চাপিলা মাছ বহন করার অপরাধে তিনটি ইজিবাইক চালক যথাক্রমে গোলাম রাব্বি ( ৩৫), মেহেদি হাসান ( ২১), মোঃ সোহান( ৩১) কে ১৫ হাজার টাকা জরিমানা করেম।
আটককৃত জব্দ করা মাছ বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়েছে।
বরিশাল জেলা মৎস্য অফিস জানান, সরকারি নিষেধাজ্ঞা স্বত্বেও একশ্রেনীর অসাধু জেলে ও মাছ বিক্রেতা অবৈধভাবে মাছ ধরা ও বাজারজাত কাজে জড়িত। দেশের মৎস্য সম্পদ রক্ষায় এ অভিযান চলমান থাকবে।