সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় কুলাউড়া-শাহবাজপুর রেলপথের খাদ্যগুদাম-গাজিটেকা রেলক্রসিংয়ে রেলগেট নির্মাণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে পৌরশহরের খাদ্যগুদাম সংলগ্ন সড়কে বৃহত্তর গাজিটেকা এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী,ব্যবসায়ী, পেশাজীবী ও সাধারণ মানুষ অংশ নেন। সমাজসেবক মখলিছুর রহমানের সভাপতিত্বে ও তোফায়েল আহমদ তুহেলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু,উপজেলা জামায়াতের সাবেক আমির এমাদুল ইসলাম, বড়লেখা প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি সাইফুল ইসলাম খোকন, সাবেক অধ্যক্ষ অরুন চন্দ্র দাস,আইনজীবী গোপাল দত্ত,এনসিসি ব্যাংক শাখা ব্যবস্থাপক আমিনুর রহমান,সাবেক কাউন্সিলর নুর উদ্দিন,গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা আব্দুন নুর তালুকদার, জেলা এনসিপি নেতা তামিম আহমদসহ শিক্ষাবিদ ও ব্যবসায়ী প্রতিনিধিরা।
বক্তারা বলেন,বহু বছর বন্ধ থাকার পর কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনঃচালুর লক্ষ্যে সংস্কার কাজ চলছে। তবে খাদ্যগুদাম-গাজিটেকা রেলক্রসিংয়ে রেলগেট না থাকায় প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। রেলগেট ছাড়া রেললাইন চালু হলে এ এলাকায় দুর্ঘটনার আশঙ্কা বাড়বে বলে তারা জানান।
অবিলম্বে ওই রেলক্রসিংয়ে রেলগেট নির্মাণের দাবি জানিয়ে বক্তারা সতর্ক করে বলেন,দ্রুত ব্যবস্থা না নিলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন।