সদরপুর উপজেলা(ফরিদপুর) প্রতিনিধি ঃ
ফিলিস্তিনের সাধারন নিরীহ মানুষের উপর ইসরালের বর্বরোচিত হামলা ও নারী শিশু হত্যার প্রতিবাদে ফরিদপুরের সদরপুর উপজেলায় বিক্ষোভ মিছিল কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।

৭ এপ্রিল (সোমবার) বিকেল ৫ টার সময় উপজেলার স্টেডিয়াম মাঠ থেকে সদরপুরের তৌহিদী জনতার ব্যানারে এই বিক্ষোভ কর্মসুচী পালিত হয়।
শত শত মুসলিম জনতার আল্লাহ আকবর ধনিতে প্রকম্পিত হয় আকাশ বাতাস। মিছিল থেকে ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক শ্লোগান দেওয়া সহ ইসরালের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।
উক্ত বিভোক্ষ কর্মসুচীতে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা বি,এন,পির,আহবায়ক কাজী বদরুতজ্জামান বদু, উপজেলা জামায়ত ইসলামীর আমীর মোঃ দেলোয়ার হোসেন হাওলাদার, খেলাফতে মজলিশের সভাপতি মুফতি জাকির হুসাইন ফরিদী সহ অন্যান্য আলেম উলামারা।
বিক্ষোভ মিছিলের বক্তব্যে সদরপুর উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজ্জামান বদু বলেন, বছরের পর বছর ধরে নিরীহ ফিলিস্তিনিদের নিজ ভূমী থেকে উচ্ছেদ করতে ইসরাইল আগ্রাসী আচার আচরন করছে। বোমা মেরে নিরীহ ফিলিস্তিনি নারী ও শিশু হত্যায় মেতে উঠেছে। মধ্যপ্রাচ্যের আরব বিশ্ব শুধু চেয়ে দেখছে। এই হত্যা যজ্ঞ বন্ধ করার জন্য মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহবান জানান তিনি।
জামায়ত ইসলামীর আমীর দেলোয়ার হোসেন হাওলাদার বলেন, এই মুহুর্ত থেকে আমাদের সকলের উচিত ইসরাইলী পন্য ঘৃনাভরে প্রত্যাখান করা। আজ ইসরাইলে যেভাবে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে তাতে আমাদের হৃদয় ভেংগে টুকরো টুকরো হয়ে গেছে। জাতিসংঘ, ও,আই,সির আজ কোন ভূমিকা দেখতে পাচ্ছিনা। অনতি বিলম্বে ফিলিস্তিনে ইসরাইলী হামলা বন্ধ করতে হবে তানা হলে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় জেগে উঠলে ইসরাইলের মানচিত্র পৃথিবী থেকে মুছে যাবে ইনশাল্লাহ।