আতাউর রহমান কাওছার, বালাগঞ্জ (সিলেট)প্রতিনিধি:
ফিলিস্তিনের গাজায় ঈসরাইল কর্তৃক যুদ্ধ বিরতি লঙ্ঘন, নতুন করে গণহত্যা, দখল বন্ধের দাবিতে সিলেটের বালাগঞ্জের কালিবাড়ী বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২মার্চ) বাদ আছর দারুলউলুম সোনাপুর রুপাপুর মাদ্রাসার সামন থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে হাজী নসিব উল্ল্যাহ মার্কেটের সম্মুখে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
বোয়ালজুরের আল-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থার ব্যানারে অনুষ্ঠিত এ মিছিলে ‘সেইভ গাজা, ফ্রি গাজা, স্টপ কিলিং গাজা, প্রেয়ার ফর গাজা’ লেখা বিভিন্ন ধরনের প্লেকার্ড হাতে নিয়ে প্রায় শতাধিক মুসলিম জনতা অংশ নেন। এসময় বক্তারা ফিলিস্তিনে গণহত্যা বন্ধে মুসলিম নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হওয়া এবং ইসরাইলী সকল পণ্য বর্জনের আহ্বান জানান।
বক্তারা বলেন ‘ইসরায়েল বর্বরভাবে ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর গণহত্যা চালাচ্ছে, অথচ বিশ্ব শক্তিগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধের দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মাওলানা মিজানুর রহমান সাইফ,মাওলানা নুমান আহমদ, ক্বারি জিল্লুল হক, ইসুফ আলী, হাজি খলকু মিয়া, শাহ রুহেল আহমদ, শাহ সিপু,কয়েছ মিয়া,মুহাম্মদ মুরাদ হাসান,হাফিজ মঈনুল ইসলাম,ও রেজাউল হক মিসবাহ, রাকিব আহমদ সুহেল আহমদ, প্রমুখ
মিছিল শেষে প্রবিণ মুরব্বি মাওলানা মুজাম্মেল আলী দোয়ার মাধ্যমে ফিলিস্তিনের নির্যাতীত জনগণ ও বিশ্বের মুসলিম উম্মাহর জন্য বিশেষ মোনাজাত করা হয়।