মোঃ মারুফ হোসেন, শার্শা উপজেলা প্রতিনিধিঃ
যশোরের বেনাপোলে ফিলিস্তিনে আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদ ও বিশ্ববাসীকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৭ এপ্রিল) সকাল ১১টার সময় এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংগঠনসহ বেনাপোল ও শার্শা উপজেলার সর্বস্তরের জনগণ ও ছাত্র সমাজ।
প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলটি বেনাপোল নূর শপিং কমপ্লেক্স থেকে শুরু হয়ে বেনাপোল ও শার্শা উপজেলার গুরুত্বপূর্ণ স্থান ও বাজার প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশে মিলিত হয়।
এ সময় বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ বক্তব্য রাখেন।
বক্তাগণ ইসরাইলী পণ্য বয়কট ও ইসরাইলীদের সাথে সকল প্রকার আমদানী-রপ্তানী বন্ধের আহবান জানিয়ে বলেন, যারা নিরপরাধ ফিলিস্তিনী ভাই-বোনের রক্তের সাথে তামাশা করবে তাদেরও বয়কট করা হবে। বিশ্বের সকল ধর্মের শান্তিকামী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের অর্থনীতিকে ধ্বংস করে দিতে হবে।