শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
জায়নবাদি ইসরায়েল কর্তৃক নিরীহ ফিলিস্তিনের উপর নির্বিচার সন্ত্রাসী হামলা এবং নৃশংস গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী আহুত নো ওয়ার্ক, নো ক্লাস, নো এক্সাম কর্মসূচি নীলফামারীর সৈয়দপুরেও অনুষ্ঠিত হয়েছে। মজলুম ফিলিস্তিনিদের সাথে সংহতি জানিয়ে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এতে উত্তাল হয়ে উঠে সৈয়দপুরের রাজপথ।
সোমবার (৭ এপ্রিল) জোহরের নামাজের পর শহরের জিআরপি মোড়ে সমবেত হয় সর্বস্তরের মুসলিম। দল, মত নির্বিশেষে সব মানুষ দলে দলে অংশ গ্রহণ করে মিছিল ও সমাবেশে। শহরের প্রতিটি পাড়া-মহল্লা, মসজিদ-মাদরাসা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছুটে আসে আবালবৃদ্ধবনিতা। হাতে ফিলিস্তিনের পতাকা, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কুশপুত্তলিকা। মাথায় জাতীয় পতাকা ও ফ্রী ফিলিস্তিন লেখা কাপড়ের ব্যান্ড আর মুখে শ্লোগান।
‘লিল্লাহি তাকবির আল্লাহু আকবার’, ‘দুনিয়ার মুসলিম এক হও, জিহাদ করো’,
‘ইহুদিদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে’, ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘ইসরায়েল মানুষ মারে, জাতিসংঘ কি করে’, ফিলিস্তিনে গণহত্যা অবিলম্বে বন্ধ করো, করতে হবে’,। এসব শ্লোগানে মুখর হয়ে পড়ে পুরো শহর।
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জায়গা স্বল্পতার কারনে রেলওয়ে মাঠে, জিআরপি মোড়ে ও কেন্দ্রীয় জামে মসজিদে পৃথক পৃথক দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিভিন্ন মসজিদের ইমামরা বক্তব্য রাখেন। তারা ইসরায়েল নৃশংসতার তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানান এবং বর্বরতা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে ইসলামি রাষ্ট্রসমুহ, ওআইসি এবং জাতিসংঘের প্রতি আহ্বান জানান।
একই সাথে মুসলিমদের প্রতি ইসরায়েলী সকল পণ্য বর্জনসহ ফিলিস্তিনিদের জন্য নামাজ শেষে দোয়া করা এবং ইহুদিদের ধ্বংসের জন্য মোনাজাত করার আহ্বান জানান। শেষে আয়োজকদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রতি ৬ টি প্রস্তাবনা পেশ করে ছাত্র সমন্বয়করা। এতে উপস্থিত সকলে সহমত পোষণ করে ধ্বনি দেয় এবং তা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
এসময় ভারতের রাজনৈতিক আগ্রাসনের বিষয়েও বক্তব্য উঠে। বিশেষ করে সম্প্রতি ওয়াক্ফ সংক্রান্ত বিল পাশের মাধ্যমে মুসলিম ব্যক্তিবর্গ, মসজিদ, মাদরাসা, খানকাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার বিপুল পরিমাণ জমি ও সম্পত্তি দখলের পায়তারার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে হিন্দুত্ববাদী মোদির বিচার দাবী করা হয়। (ছবি আছে)