মো: সায়েদুর রহমান, স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জের শিবালয়ে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বরবর ও
নৃশংস হত্যা এবং হামলার প্রতিবাদে ’মার্চ ফর গাজা’ এই বিক্ষোভ
কর্মসুচীর অংশ হিসেবে ফ্রি-প্যালেস্টাইনের দাবীতে বিক্ষোভ সমাবেম
ও প্রতিবাদ মিছিল করেছে শিবালয়বাসী ও তৌহিদী জনতা।
শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় শিবালয় ডাক্তার খানা এলাকা
থেকে মার্চ টু গাজা বিক্ষোভ মিছিলটি বের করে ঢাকা-আরিচা
মহাসড়কসহ আরিচা ঘাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাক্তার
খানায় এসে শেষ হয়।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার যুগ্ম
আহবায়ক নাহিদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা
হাতেম আলী, শিবালয় সদর উদ্দিন ডিগ্রী কলেজের প্রভাবশক আবুল
কালাম আজাদ, শিক্ষক রফিকুল ইসলাম, শিবালয় উপজেলা শিবির সভাপতি
মাওলানা জামিল আহমেদ, সৈয়ক মাহমুদ, কামরুল ইসলা, হাফেজ মো.
ফজলুর রহমান প্রমুখ।
উক্ত সমাবেশে বক্তারা বলেন, ইসরাইল ফিলিস্তিনে আমাদের মসুলমান ভাইদের
উপর জুলুম অত্যাচার চালিয়ে হত্যা চালিয়ে যাচ্ছে। তাদের এ নির্মম
হত্যযজ্ঞ থেকে শিশু,নারী, যুবক, বৃদ্ধ-বণিতাসহ নিরিহ জনতা কেহই
রেহায় পাচ্ছে না। মার্চ টু গাজা বিক্ষোভ সমাবেশে বিশ্ব মুসলিম
রাস্ট্র কে ফিলিস্তিনের পাশে দায়িয়ে ইহুদী রাস্ট্র ইসরাইয়েলি বাহিনী
প্রতিহত করার আহবান জানান। আরো বলেন, এই হত্যা ও বরবর হামলার
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সেই সাথে আমরা কেউ আর
ইসরাইয়েলী পণ্য ব্যবহার করবো না। এখন থেকে সকল ধরনের ইসরাইয়েলি
পণ্য বর্জন এবং সরকারকে ইসরাইয়েলি পণ্য আমদানী বন্ধের আহবান
জানিয়ে দোকানদার ভাইদেরকে ও ইসরাইলি পণ্য বিক্রি না করার জন্য
অনুরোধ জানানো হয়।
সর্বশেষ বিশ্ব মুসলিম জাতির পক্ষ থেকে ফিলিস্তিনদের উপর আল্লাহ্ধসঢ়;র
রহমত চেয়ে দোয়া পরিচালনা করেন, শিবালয় থানা জামে মসজিদের
খতিব মাওলানা আব্দুল মজিদ।