সদরপুর উপজেলা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর জেলার মধ্যে পবিত্রফরিদপুরে ঈদুল ফিতরের বৃহৎ জামাত অনুষ্ঠিত হবে বিশ্ব জাকের মঞ্জিল ও চন্দ্রপাড়া দরবার শরীফে নামাজের বৃহৎ জামাত অনুষ্ঠিত হবে সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরীফ ও চন্দ্রপাড়া পাক দরবার শরীফে।
চাঁদ দেখার উপর নির্ভর করে আগামীকাল সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবার সম্ভবনা রয়েছে।
ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য জাকেরান আশেকান ধর্মপ্রান মুমিন মুসলমানদের উপস্থিতিতে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে সকাল ১০ টায় ও চন্দ্রপাড়া দরবার শরীফে সকাল ৮ টায় ঈদের বৃহৎ জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দরবার শরীফ কর্তপক্ষ।
বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের খাদেম রায়হান মিয়া জানান, ইতিমধ্যেই নামাজের জন্য সামিয়ানা,প্যান্ডেল, লাইটিং, সাউন্ড সিস্টেম সহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সার্বিক নিরাপত্তার জন্য সদরপুর থানা পুলিশের পাশাপাশি দরবার শরীফের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী প্রস্তত রয়েছে৷

চন্দ্রপাড়া দরবার শরীফের মুখপাত্র, মাহবুবুর রহমান জানান, প্রতিবছরের ন্যায় এবছরও দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাকেরান ও ভক্ত বৃন্দরা দরবার শরীফে ঈদের জামাত আদায়ের জন্য উপস্থিত হবেন৷ আশা করা হচ্ছে এ বছর ভক্ত অনুসারীদের সমাগম অন্যান্য বছরের তুলনায় আরো বেশী হবে৷
ঈদের আগের দিন ও ঈদের দিন সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস, মাইক্রোবাস,প্রাইভেটকার সহ বিভিন্ন যানবাহনে জাকেরান আশেকানদের উপস্থিতি ঈদের জামাত কানায় কানায় পুর্ন হয়ে উঠবে। জাকেরানরা, ফরজ, সুন্নত ইবাদতের সাথে নফল ইবাদত বন্দেগী ও জিকির আসকারে মশগুল থাকবেন।
নামাজ শেষে তামাম মুসলিম বিশ্বের সুখ শান্তি ও বাংলাদেশের কল্যান কামনা বিশেষ মোনাজাত করা হবে।