হাবিবুর রহমান
পীরগাছা (রংপুর) প্রতিনিধি-
রংপুরের পীরগাছায় ছাওলা ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ওই ইউনিয়নের পাওটানাহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে রাজনীতির সমসাময়িক বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ছাওলা ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে ও ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম সুমনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭১ গণতান্ত্রিক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সাজু, ছাওলা ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব সৈয়দ শামসুদ্দোহা চঞ্চল, যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন বসুনিয়া, আবুল কালাম আজাদ, সাখাওয়াত হোসেন, উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তারা, ইউনিয়ন যুব সংহতির সভাপতি রেজাউল করিম, ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি ফিরোজ আল মামুন সহ আরও অনেকে।
পরে মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনা, দলের চেয়ারম্যান জিএম কাদের ও দেশবাসির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য মোতাহার হোসেন।