পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে অতিরিক্ত ভাড়া আদায় ও দ্রুত গতিতে পরিবহন চলানোর অভিযোগে জরিমানা এবং মামলা করেছে কয়েকটি যাত্রীবাহী পরিবহনকে। শনিবার (০৫ এপ্রিল) বিকাল ৩ টার দিকে পিরোজপুর শহরের সিও অফিস ও পুরাতন বাসস্ট্যান্ড সড়কসহ কয়েকটি সড়কে এ অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সুত্র জানায়- জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন ও বিআরটিএ এর সমন্বয়ে এ অভিযানে দুটি পরিবহনকে ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং ৮ টি পরিবহনকে মামলা প্রদান করা হয়েছে।
এসময়ে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আনোয়ার, বিআরটি এর সহকারী পরিচালক মাহফুজুর রহমান ও মোটরযান পরিদর্শক তাজুল ইসলাম প্রমুখ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আনোয়ার বলেন,
পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষ্যে যাত্রীদের ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে করার লক্ষ্যে ভিজিলেন্স টিম এর আয়োজনে এ অভিযান পরিচালনা করা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
বার্তা প্রেরক
সৈয়দ বশির আহম্মেদ