নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল বাজার ও সীমান্তবর্তী চেকপোস্ট বাজার সহ আশপাশের এলাকায় এক জরুরি ঘোষণার মাধ্যমে ১৪৪ ধারা জারি করেছে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান।
স্থানীয় ও প্রশাসন সুত্রে যানাযায়, গত শুক্রবার দুপুরে হরিপুর উপজেলা গেদুরা ইউনিয়নের আটঘরিয়া এলাকায় জমিজমা কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় মারামারি ও বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে কয়েক জন আহত হয়েছে। এঘটনায় ওই এলাকায় হরিপুর উপজেলা প্রশাসন বিকালেই ১৪৪ ধারা জারি এবং অতিরিক্ত প্রশাসন মোতায়েন করেছে।এর পরেও স্থানীয়রা ১৪৪ ধারা জারি ভেঙে আবারো শনিবার রাতে স্থানীয়দের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।এর পরে পাশ্ববর্তী রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল বাজার ও চেকপোস্ট বাজারে ওই দুই পক্ষের সমর্থকেরা সেই ঘটনা কে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া, মিছিল করে,এতে রাত ১০ টায় উপজেলা প্রশাসন থানা পুলিশ সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা উভয় পক্ষকে শান্ত করে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে ওই এলাকা গুলোতে যে কোন সময় উত্তেজনা সৃষ্টি হতে পারে এই ভেবে কাউন্সিল বাজার ও চেকপোস্ট বাজার সহ আশপাশের এলাকা গুলোতে ১৪৪ ধারা জারি করে মাইকিং করেছে রাণীশংকৈল উপজেলা প্রশাসন। এতে বলা হয় কোন ধরনের দেশি-বিদেশি আগ্নে অস্ত্রের মোহড়া,উচ্চ শব্দ করে সাউণ্ড মাইকিং অথবা একসাথে ৫ বা তার অধিক মানুষের চলাচল ও একসাথে জমায়েত, সভা সমাবেশ মিছিল মিটিং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে।এই আদেশ অমান্য কারির বিরুদ্ধে কঠোর আইন আনুক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান বলেন, যেহেতু স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে সেহেতু স্থানীয়দের যানমালের ক্ষয়ক্ষতির হওয়ার আশংকা রয়েছে সেজন্য স্থানীয়দের জানমাল ও শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এই ১৪৪ ধারা জারি করা করেছি।