শাহরিয়ার কবির,পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছা উপজেলার হিতামপুর গ্রামে এনতাজ আলী স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পীকার মরহুম শেখ রাজ্জাক আলী এর রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শেখ রাজ্জাক আলী ও বেগম মাজেদা আলী ট্রাস্টের আয়োজনে এবং এনতাজ আলী স্মৃতি পাঠাগারের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বাদ আসর মরহুমের কবর জিয়ারত, দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠানে এনতাজ আলী স্মৃতি পাঠাগারের সিনিয়র সহ-সভাপতি ও সিনিয়র আইনজীবী জি এ সবুর, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. আব্দুস সাত্তার, জেলা কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল মজিদ সরদার,পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফএমএ রাজ্জাক, অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি, উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, অধ্যক্ষ শেখ ফারুক আহমেদ, স্বাস্থ্য পরিদর্শক মো. নূর আলী মোড়ল, ইউপি সদস্য মীর আনোয়ার ইলাহী, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, প্রভাষক আ স ম ইকবাল, সহকারী শিক্ষক বাবর আলী, আ্যাডভোকেট বেলাল উদ্দীন, অ্যডভোকেট মো. নজির আহম্মেদ, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক শেখ কামরুল ইসলাম, পাঠাগারের গ্রন্থাগারিক কল্লোল মল্লিক, শেখ আজাদুল হক, শেখ জিয়াদুল হক, ছিদ্দিকুর রহমান, আশিকুর রহমান, ফয়সাল হোসেন, নাদিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, মাওলানা আমিনুল ইসলাম। এছাড়া হিতামপুর জামে মসজিদের মুসল্লিদের জন্য ইফতার এর আয়োজন করা হয়। আয়োজন করেন এনতাজ আলী স্মৃতি পাঠাগার।