জাবেদ শেখ,শরীয়তপুর প্রতিনিধি:
পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নিতে শরীয়তপুরের জেলা প্রশাসককে (ডিসি) লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ডাকযোগে এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. সোলায়মান (তুষার)। তিনি তরী বাংলাদেশের সদস্য ও ব্রাহ্মণবাড়িয়ার নাগরিক গোলাম কিবরিয়ার পক্ষে নোটিশটি দেন।
নোটিশে বলা হয়েছে, পদ্মা নদী এখন কার্যত বালি সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে চলে গেছে। নদীতীরবর্তী অসংখ্য গ্রাম খননযন্ত্রের গর্জনে দিনরাত কাঁপছে। এতে ফসলি জমি, মসজিদ-মাদরাসা এবং শত শত বাড়িঘর নদীগর্ভে বিলীন হওয়ার পথে। স্থানীয়দের অভিযোগ, ‘স্বর্ণ প্রাসাদ’ নামে পরিচিত একটি বিশাল বালি প্রাসাদ সশস্ত্র প্রহরীদের দ্বারা ঘিরে রাখা হয়েছে। সেখানে প্রতিবাদকারীরা মৃত্যু হুমকির মুখে পড়েন।
এর ফলে নদীতীর ভাঙন তীব্র আকার ধারণ করছে, জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে এবং প্রাকৃতিক প্রবাহ ব্যাহত হচ্ছে—যা পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকি বাড়াচ্ছে। নোটিশে বলা হয়, বালুমহাল ও মৃত্তিকা ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ সহ বিদ্যমান আইন লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলন চলছে।
ডিসিকে পাঠানো লিগ্যাল নোটিশে অবৈধ বালু উত্তোলন বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জড়িত ব্যক্তি ও গোষ্ঠীকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একইসঙ্গে পুনরাবৃত্তি রোধে নিয়মিত নজরদারি, নদী সুরক্ষা আইন কঠোরভাবে প্রয়োগ এবং ক্ষতিগ্রস্ত এলাকার পরিবেশ পুনরুদ্ধারের পদক্ষেপ নিতে বলা হয়েছে।
ব্যারিস্টার সোলায়মান তুষার বলেন, “পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫; বাংলাদেশ পরিবেশ আদালত আইন, ২০১০ এবং অন্যান্য প্রযোজ্য আইনের ভিত্তিতেই এ নোটিশ পাঠানো হয়েছে। পাঁচ দিনের মধ্যে ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিটসহ পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।”