শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা
নোয়াখালীতে অনূর্ধ্ব ১৪ জেলা ক্রিকেট দলকে আনুষ্ঠানিকভাবে ট্র্যাকস্যুট উপহার প্রদান করা হয়েছে। বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুন অর রশিদ আজাদ প্রধান অতিথি হিসেবে ক্রিকেটারদের হাতে এই উপহার তুলে দেন।
বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. সিরাজ উদ্দিন সাহীনের পৃষ্ঠপোষকতায় ও আয়োজনে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) নোয়াখালী মাইজদী শহীদ ভুলু স্টেডিয়াম মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হারুন অর রশিদ আজাদ বলেন, দক্ষ সংগঠকের অভাবে আমাদের ক্রীড়া জগত অনেকটাই পিছিয়ে আছে। বিগত সরকারের আমলে সর্বক্ষেত্রে দলীয়করণের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কিন্তু আমাদের খেলাধুলার বিষয়ে আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত। একজন প্রধানমন্ত্রী দেশকে যতটুকু বিশ্ব দরবারে নিয়ে যেতে না পারেন, একটি দেশকে তার চেয়েও বেশি মর্যাদার আসনে আনতে পারেন একজন খেলোয়াড়। সুতরাং এটিকে পরিচর্যা করতে হবে। খেলোয়ারদের মূল্যায়ন করতে হবে। আমি আমার অবস্থান থেকে যখন যে সহযোগিতা করার প্রয়োজনীয়তা দেখা দেয় আমি সর্বাত্মকভাবে চেষ্টা করব সহযোগিতা করার জন্য।
নোয়াখালী অনূর্ধ্ব ১৪ জেলা ক্রিকেট দলের ম্যানেজার ও ক্রীড়া সংগঠক এবং আয়োজিত অনুষ্ঠানের পৃষ্ঠপোষক সিরাজ উদ্দীন সাহীন বলেন, আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি নোয়াখালী জেলা টিমকে সাফল্যের শিখরে নিয়ে যেতে। আর এই যাত্রা পথে আমি সকলের সহযোগিতা কামনা করছি।
ক্রিকেট কোচ স্বদেশ মজুমদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া অফিসার মো. আলাউদ্দিন, নোয়াখালী জেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, জাতীয় ক্রীড়া সংস্থার সদস্য বিশিষ্ট ক্রীড়া সংগঠক ইকবাল বাহার আজাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক বৃন্দ, ক্রীড়াবিদ ও ক্রীড়া অনুরাগী অভিভাবক বৃন্দ।