নেত্রকোণা প্রতিনিধি,
নেত্রকোণার মদনে ছাগলে ধান ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ১ জন নিহত সহ উভয় পক্ষের নারী সহ অন্তত ১৮ জন আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার নায়েকপুর ইউনিয়নের আখাশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। সংর্ঘষে নিহত ইমাম হোসেন (৫৫) আখাশ্রী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আখাশ্রী গ্রামের কৃষক সোনাতন মিয়ার একটি বোরো ক্ষেতের ধান খাচ্ছিল একই গ্রামের আকবর মিয়ার ছাগল। এ নিয়ে গতকাল বিকেলে দুই কৃষকের মধ্যে তর্কবিতর্ক হয়। এ পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে দুই মাঝে এই হতাহতে ঘটনা ঘটে। আহতদের স্বজনরা চিকিৎসা জন্য মদন উপজেলা হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে গুরুত্ব আহত ইমাম হোসেন, তৌহিদ মিয়া ও ক্কারী ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। অনন্য আহতদের হাসপাতালে ভর্তি করেন। শনিবার রাতে গুরুত্ব আহত ইমাম হোসেন চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, আখাশ্রী গ্রামের সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু সংবাদ পেয়েছি। নিহতের লাশ এখনো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে যদি কোন পক্ষ আইনশৃঙ্খলা অবনতি ঘটায় তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নুরুল হক রুনু