সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
“নিরাপদ সড়ক হোক সবার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে পেশাদার গাড়িচালকদের জন্য রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ’র উদ্যোগে সৈয়দ শাহ মোস্তফা কলেজ কনফারেন্স রুমে এ কর্মশালা আয়োজন করা হয়।
প্রশিক্ষণে ট্রাফিক আইন,সড়ক নিরাপত্তা, দুর্ঘটনার কারণ ও প্রতিকার, ট্রাফিক সাইন-সিগন্যাল, কুয়াশায় গাড়ি চালানোর সতর্কতা,চালকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে লিফলেট ও ব্রোশিও বিতরণ করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন;অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন,সভাপতিত্ব করেন বিআরটিএ পরিচালক মো. হাবিবুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন;সৈয়দ শাহ মোস্তফা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুশফিকুর রহমান, সহকারী পরিচালক সেলিম উদ্দিন,ট্রাফিক ইন্সপেক্টর কামরুল হাসান,সাংবাদিক মো. মাহবুবুর রহমান রাহেল ও সিভিল সার্জন প্রতিনিধি ডা. মুরাদ আলম।
প্রসঙ্গত,এ ধরনের প্রশিক্ষণ প্রতি মাসে একবার অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারী চালকদের জন্য সম্মানী ও খাবারের ব্যবস্থাও থাকে।