হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও ও পিঠুয়া গ্রামের সংযোগ
সড়কের মধ্যেবর্তী একটি ব্রীজের নীচে খালের মধ্যে গতকাল শুক্রবার সকালে মোঃ জাবেদ মিয়া
(২৮) নামে এক যুবকের অর্ধ গলিত রহস্যময় লাশ পাওয়া গেছে। নবীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে
ময়না তদন্তে হবিগঞ্জ মর্গে প্রেরন করেছে। ঘটনাটির রহস্য নিয়ে এলাকায় নানা আলোচনা
বিরাজ করছে।
পারিবারিক সুত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যা ৭ ঘটিকায় তার মোবাইলে একটি কল আসে ওই
সময়ে সে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর সে আর ফিরে আসেনি। আত্বীয় স্বজনরা তার মোবাইলে
যোগাযোগ করলে মোবাইল ফোন বন্ধ পান। গতকাল শুক্রবার সকাল ১১ টার দিকে খবর আসে
গ্রামের অদুরে একটি ব্রীজের নীচে তার লাশ পাওয়া গেছে। ফাঁসগাছ নামক স্থানে ব্রীজের
নীচে অর্ধ গলিত অবস্থায় পানিতে পড়ে আছে। পরে নবীগঞ্জ থানাকে জানানো হলে একদল পুলিশ
উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও ও পিঠুয়া গ্রামের ফাঁস গাছ ব্রীজের নীচ থেকে
লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেন। মৃত মোঃ জাবেদ মিয়া (২৮) নবীগঞ্জ উপজেলার আউশকান্দি
ইউনিয়নের বনগাঁও গ্রামের মোঃ আতিক মিয়া ছেলে।
খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া ও এসআই রিপন সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে
এসে লাশটি উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর
আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে
জানান, প্রাথমিকভাবে এটি হত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে
বিস্তারিত জানা যাবে।
কিবরিয়া চৌধুরী