রাঙ্গামাটি প্রতিনিধি
কাপ্তাই হ্রদ থেকে গলায় ও কোমরে মাটির বস্তা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার করেছে লংগদু থানা পুলিশ। উদ্ধারকৃত মরদেহটি সাদ্দাম হোসেন (৩০) নামের এক যুবকের বলে জানা গেছে।
সোমবার (৩ মার্চ) সন্ধ্যায় পার্বত্য জেলা রাঙ্গামাটি লংগদু উপজেলার সদর ইউনিয়নের ঝর্ণাটিলা এলাকা থেকে মৃত সাদ্দামের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত সাদ্দাম একই এলাকার হানিফ ও মমতাজ দম্পতির ছেলে।
স্থানীয়রা জানায়, প্রতি দিনের মতো সাদ্দাম মাছ আহরণে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। দুপুরের দিকে বাড়ির পাশে কাপ্তাই হ্রদে নৌকাটি ভাসতে দেখে পরিবারের লোকজন। পরে তার মরদেহ উদ্ধার করেছে পরিবার।
মৃত সাদ্দামের ছোট ভাই মোস্তাফিজ জানান, আমার ভাই ভোর রাতে মাছ ধরতে বাসা থেকে বের হয়েছিল। দুপুরে আমার বড় ভাই মাছ ধরে বাসায় ফেরার পথে মেঝো ভাইয়ের নৌকা নদীতে ভাসতে দেখে। বাড়িতে এসে ভাই মাকে জিজ্ঞেস করে সাদ্দাম কোথায়? তখন বাবা আর আমি গিয়ে দেখি নৌকা নদীর মাঝখানে ভাসছে। আমাদের সন্দেহ হয় এবং স্থানীয়দের সহযোগিতায় জাল ফেলে, অক্সিজেন দিয়ে খোঁজাখুঁজি করার একপর্যায়ে তার মৃতদেহ উদ্ধার করে দেখি তার কোমরে ও গলায় রশি দিয়ে মাটির বস্তা বাঁধা।
তিনি আরও বলেন, কিছু দিন আগে আমার ভাইয়ের সাথে ভাবির ডিভোর্স হয়। সে থেকে তিনি মানসিক ভাবে ভেঙ্গে পড়েছে।আমরা ধারণা করছি তিনি আত্মহত্যা করেছেন।
এবিষয়ে জানতে লংগদু থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদের ব্যবহৃত ফোন নাম্বারে একাধিকবার কল দিয়েও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।