এস.কে রাসেল দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জ দৌলতপুর উপজেলায় চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অসাধুউপায় অবলম্বন করার দায়ে তুহিন নামের (রোল নং ৪৩৭৬১৩) একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৫এপ্রিল) উপজেলার জিয়নপুর ইউনিয়ন আমতলী ফেদু শেখ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
অসাধুউপায় অবলম্বন করে বহিস্কৃত হওয়া ওই শিক্ষার্থী উপজেলার বিকেএস উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন এসব তথ্য নিশ্চিত করেছে।
তিনি আরও জানান, বহিস্কৃত পরীক্ষার্থী এবছর আর পরীক্ষায় অংশ নিতে পারবে না। এসএসসি পরীক্ষায় অসাধুউপায় যারাই করার চেষ্টা করবে তাদেরকেই বহিস্কার করা হবে।