সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মৌলভীবাজার জেলা শাখার অন্যতম সংগঠক ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার আহমেদ রহমানের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) শহরের একটি স্থানীয় মিলনায়তনে আয়োজিত এ আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়। একই সঙ্গে বিশ্বের সকল মুসলিম উম্মাহর শান্তি ও মাগফিরাতের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া পরিচালনা করেন সৈয়দ শাহ্ মোস্তফা দরগা মসজিদের ইমাম হাফিজ মির্জা শামীম আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বেগম খালেদা রব্বানী। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আহমেদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান (ভিপি মিজান) এবং আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন বাদশা,মতিন বকস, মুহিতুর রহমান হেলাল, মাহমুদুর রহমান, আব্দুল হক, আবুল কালাম বেলাল,স্বাগত কিশোর দাস চৌধুরী ও আনিছুজ্জামান বায়েছ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহবুব ইজদানী ইমরান।
ইফতার মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. আবু তাহের, অ্যাডভোকেট সুনীল কুমার দাস, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব সৈয়দ উমেদ আলী, সাবেক ছাত্রনেতা জিয়াউল ইসলাম চৌধুরী ও সৈয়দ মিনহাজ।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস, জামায়াতে ইসলামী,গণ-অধিকার পরিষদ, ছাত্রশিবিরসহ জেলার গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের সদস্য সচিব আব্দুর রহিম মজুমদার, যুবদল নেতা এ এম নিশাত, কৃষক দলের মোনাহিম কবির, ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান ও সাইফুল ইসলাম সুহেলসহ আরও অনেকে।
অনুষ্ঠানে শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিক, মাদ্রাসা শিক্ষার্থী ও সাধারণ মুসল্লিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
বক্তারা বলেন,“জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই রমজানে আমরা তাঁর সুস্থতা এবং দেশের কল্যাণ কামনা করছি।”
দোয়া মাহফিল শেষে অতিথি ও উপস্থিত মুসল্লিদের জন্য ইফতার পরিবেশন করা হয়।