নূর আলম, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি:
দৃঢতার কন্ঠে ছিন্নকর এই তামসার জাল, বৈষম্যহীন শিক্ষা ও সংস্কৃতি রক্ষায় হাল ধর শিক্ষার্থী সমাজ’’এই প্রতিপাদ্যে নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ২৪তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২২ফেব্রুয়ারি) রাতে সম্মেলন শেষে সর্বস্তরের অংশগ্রহনের কাউন্সিলের মাধ্যমে কমিটি ঘোষনা করা হয়।
গতকাল(২২ফেব্রুয়ারি)কমরেড মনি সিংহ স্মৃতি জাদুঘরে প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সাইফ রুদাদ।পরে এক বর্ণাঢ্য র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক জননেতা কমরেড ডা. দিবালোক সিংহ।
উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জহির রায়হানের সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনা করেন,নেত্রকোনা জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি তানভীর মোকাম্মেল,উপজেলা সিপিবির সভাপতি কমরেড আলকাছ উদ্দীন মীর, সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক রমজান আলী সরকার, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ফরহাদ ইকবাল সরকার,উপজেলা কমিটির সহ-সভাপতি কবিরুল ইসলাম প্রমুখ।
রাতে কাউন্সিলের মাধ্যমে জহির রায়হানকে সভাপতি,সাবিনা ইয়াসমিনকে সাধারণ সম্পাদক ও
আল মামুনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদ ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।