মাত্র ছয় মাসের সাজা হলেও তা থেকে বাঁচতে দশ বছর পালিয়ে ছিলেন সোহেল হাওলাদার (৩৫)। কিন্তু দীর্ঘ সময় আত্মগোপনে থেকেও শেষমেশ পুলিশের হাতে ধরা পড়লেন তিনি।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে ঝালকাঠির নলছিটি পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে ঝালকাঠি জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া সোহেল হাওলাদার ঝালকাঠির নলছিটি পৌরসভার মল্লিকপুর এলাকার মৃত হারুন হাওলাদারের ছেলে।
নলছিটি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কাওসার আহম্মেদ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, “২০১৪ সালে বরিশাল সদরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া একটি মামলায় সোহেলের ছয় মাসের সাজা হয়েছিল। সে সময় থেকেই তিনি পলাতক ছিলেন এবং গ্রেপ্তারি পরোয়ানা ছিল তার নামে। বহুদিন আত্মগোপনে থাকার পর অবশেষে অভিযান চালিয়ে আমরা তাকে গ্রেপ্তার করি।”
পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল হাওলাদার বেশ কিছুদিন ধরে এলাকায় ফিরেছিলেন গোপনে। তথ্য পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।