নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহে ২৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি প্রাইভেট কারসহ ০৩ মাদক কারবারিকে গ্রেফতার করেন র্যাব-১৪।ময়মনসিংহের র্যাব-১৪ কোম্পানির একটি আভিযানিক দল (০৫ এপ্রিল ২০২৫) রাতে নেত্রকোণা জেলার দুর্গাপুর থানাধীন দুর্গাপুর পৌরসভার ২নং ওয়ার্ডস্থ বুরুঙ্গা সাকিনের দুর্গাপুর টু ময়মনসিংহগামী পাকা রাস্তার বুরুঙ্গা বাইতুল আতিক জামে মসজিদের সামনে চেকপোস্ট পরিচালনা করে একটি মেরুন রংয়ের প্রাইভেটকার থেকে ০৪ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ মাদক কারবারি ১।
মোঃ পলাশ মাতুব্বার (৪২), পিতা-মৃত সেকান্দার মাতুব্বার, সাং-পূর্ব শিলারচর, ২। আবুল কাশেম বারি (৬৯), পিতা-মৃত তারা মিয়া, সাং-চর লক্ষিপুর, উভয় থানা-মাদারীপুর সদর, ৩।
রমজান শেখ (৩০), পিতা-মোঃ সালাম শেখ, সাং-মোচরকান্দি, থানা-রাজৈর, সকলের জেলা-মাদারীপুরদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতার কৃত আসামীদের দেওয়া তত্বমতে রাতে নেত্রকোণা জেলার দুর্গাপুর থানাধীন দুর্গাপুর পৌরসভার ২নং ওয়ার্ডস্থ বুরুঙ্গা সাকিনের দুর্গাপুর টু ময়মনসিংহগামী পাকা রাস্তার বুরুঙ্গা বাইতুল আতিক জামে মসজিদ এর পশ্চিম পাশে পলাতক মাদক কারবারি এরশাদুল হক (৪৫) এর বসতঘরের মেঝের নিচে প্লাস্টিকের ড্রামের মধ্যে থেকে ২২ কেজি ৫০০ গ্রাম সর্বমোট ২৬ কেজি ৫০০ গ্রাম মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতসমূহ উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক দ্রব্য গাঁজার আনুমানিক বাজার মূল্য ৫,৩০,০০০/-(পাঁচ লক্ষ ত্রিশ হাজার) টাকা।