সাতক্ষীরা প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)নির্বাচনে সহ-সভাপতি (ভিপি)পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতক্ষীরার দেবহাটা উপজেলার কৃতি সন্তান শামীম হোসেন।সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং তাদের পক্ষে কথা বলার লক্ষ্য নিয়ে তিনি এই নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানান।
শামীম হোসেন সাতক্ষীরার দেবহাটা উপজেলার দেবীশহর গ্রামের সন্তান। তিনি সাতক্ষীরার দেবহাটার ঐতিহ্যবাহী আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং সরকারি খানবাহাদুর আহছানউল্লাহ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সফলতার সাথে সম্পন্ন করেন।বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে স্নাতকোত্তর (এমএ) প্রথম বর্ষে অধ্যয়নরত আছেন।
ডাকসুর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কারণ ব্যাখ্যা করে শামীম হোসেন বলেন,”নির্দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের ভোট প্রদানের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য শিক্ষার্থীরা মুখিয়ে আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপদ মঞ্চে কাজ করার সুবাদে শিক্ষার্থীদের নিয়ে আমার কাজ করার একটি দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তাই শিক্ষার্থীদের পালসকে প্রাধান্য দিয়ে আমি আসন্ন ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি দরকার। যিনি ছাত্রদের অধিকার আদায়ের জন্য কথা বলবেন,শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করবেন।
কোন প্যানেলে না যেয়ে স্বতন্ত্র ভিপি প্রার্থী হিসেবে ডাকসুর নির্বাচনে অংশ গ্রহণ করা প্রসঙ্গে শামীম বলেন, আমি যদি কোনো প্যানেল থেকে প্রতিনিধিত্ব করি, তখন বিষয়টি এমন দেখাবে যে, আমি তো তাদেরই নেতা এবং অমুক ব্যক্তির আদর্শকে প্রচার করি।আমার তো এমন কোনো আদর্শ নাই।আমার আদর্শ একটাই, যখন বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী কোনো অসুবিধার সম্মুখীন হবে, তখন তাদের সেই ভয়েসটা রেইজ করার জায়গা তৈরি করে দেব এবং সেই ভয়েসটিই হব আমি বা আমার আদর্শ।”
শামীম হোসেনের এই সাহসী পদক্ষেপে তার এলাকাবাসী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য প্লাটফর্মেও অনেকেই তার জন্য দোয়া ও সমর্থন চেয়েছেন।যাতে তিনি নির্বাচনে জয়লাভ করে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে পারেন।