ঝিনাইদহের মহেশপুরে ১৫ বছর আগের বিরোধ মীমাংসার কথা বলে আবু জাফর হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় আমির মাতুব্বর (৬০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ মার্চ) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাহাবুর। এর আগে, রোববার দিবাগত রাতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার মুন্সিগঞ্জ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গত ২০ মার্চ রাত ৮টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের জীবননগর পাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আবু জাফর হোসেন কাজীরবেড় ইউনিয়নের জীবননগর পাড়ার বাসিন্দা জবেদ আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার মুন্সিগঞ্জ এলাকা থেকে আমির মাতুব্বরকে তার আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে।