ঝিনাইদহের কালীগঞ্জে এক অদ্ভুত চুরির ঘটনা ঘটেছে, যেখানে চোর নিজেই ফার্মেসি মালিককে ফোন করে জানায় যে, সে ফার্মেসি থেকে চুরি করেছে এবং এক প্রশ্ন ছুঁড়ে দেয়— “ক্যাশে এত কম টাকা রাখলেন কেন?”।
রোববার (৩০ মার্চ) মধ্যরাতে কালীগঞ্জ উপজেলা শহরের হাসপাতাল সড়কের মল্লিক ফার্মেসিতে এ ঘটনা ঘটে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। স্থানীয়রা জানান, চোর টাকা-পয়সা তেমন কিছু না পেয়ে, ফার্মেসি মালিককে ফোন করে এই প্রশ্ন করেন।
ফার্মেসি মালিক হরেন্দ্রনাথ সাহা বলেন, “ভোরে আমার মুঠোফোনে একটি কল আসে। ফোনে চোরচক্রের এক সদস্য জানায়, ‘দাদা, আপনার ফার্মেসিতে আমরা চুরি করেছি। গতকাল তো কেনাবেচা অনেক করেছেন, কিন্তু ক্যাশে এত কম টাকা রাখলেন কেন? একটু বেশি করে রাখতে পারেন না!'”
হরেন্দ্রনাথ সাহা আরও বলেন, প্রথমে তিনি এই কথাগুলি বিশ্বাস করেননি, তবে পরে ভোরে দোকানে এসে তিনি বুঝতে পারেন যে ওষুধসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। এরপর তিনি বিষয়টি পুলিশকে জানিয়ে দেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম হাওলাদার বলেন, “ঘটনাটি জানার পরে আমরা চোরের মুঠোফোন নম্বর শনাক্তকরণের কাজ করছি এবং দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনা হবে।”