মোঃ সিরাজুল ইসলাম রনি প্রতিনিধি
বাংলা এফ এম
ঝালকাঠি জেলা
সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে কাঠালিয়া উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
উক্ত আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
পরে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, উপজেলা নির্বাহী অফিসার মেলায় আসা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
এছাড়াও উপজেলা চত্বরে লোকজ মেলা সহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহিরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যাংক কর্মকর্তা, সাংবাদিক, সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ ও সাধারণ জনতা।
ঐতিহ্যবাহী কাঠালিয়া উপজেলা প্রেসক্লাব আয়োজন করেন পান্তা ইলিশ আড্ডা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জহুরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, ইসলামিক শাসনতন্ত্র নেতৃবৃন্দ ও বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সামাজিক ব্যক্তিরা প্রেসক্লাবের ইলিশ পান্তা আড্ডায় যোগ দেন।
দিনভর নানা আয়োজন থেকে ধর্মান্ধতা দূর করে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান কামনা করেন সবাই। আজকেই এই দিনে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মানে এগিয়ে যাওয়ার প্রত্যাশা সবার।