ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে এসএসসি, দাখিল ও সমমানের পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংর্বধনা দিয়েছে ইসলামী ছাত্র শিবির ঝালকাঠি জেলা শাখা। শনিবার সকালে ঝালকাঠি সরকারি কলেজের অডিটরিয়ামে এ সংবর্ধণা প্রদান করা হয়।
এসময় ইসলামী ছাত্রশিবির ঝালকাঠি জেলা শাখার সভাপতি এনামুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির স্পোর্টস সম্পাদক হারুন-অর রশিদ রাফি। বিশেষ অতিথি ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি আমিনুল ইসলাম, সাবেক সভাপতি মুয়াজ মুহাম্মদ, ঝালকাঠি জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এনামুল হক সহ আরো অনেকে।
সংবর্ধণা অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুন এবং মেধাবীদের দেশ গঠনের কাজে লাগাতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশ প্রেমিক নাগরিক তৈরি করতে হবে।
ঝালকাঠির ২৩০ জন কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা প্রদান করা হয়। এ সময় তাদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।