সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের কুলাউড়ায় চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবুল কালাম আজাদ (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী মুয়াজ্জিন নিহত হয়েছেন।
রবিবার (১৩ এপ্রিল) সকাল ১১টার দিকে কুলাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আজাদ জয়পাশা গ্রামের বাসিন্দা এবং ব্রাহ্মণবাজার বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম আপছার জানান,বালুভর্তি একটি ট্রাক দক্ষিণবাজারের দিকে যাচ্ছিল। এ সময় আজাদ ওভারটেকের চেষ্টা করলে উলটো দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।
ওসি আরও জানান,দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।