স্টাফ রিপোর্টার আব্দুস সালাম মোল্লা। ফরিদপুরে চর ভদ্রাসনে উপজেলা প্রশাসনে ও বিভিন্ন দপ্তর জাতীয়তাবাদী বিএনপি’র অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রথম প্রহরে রাত বারোটা এক মিনিটে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা,অফিসার্স ইনচার্জ, জাতীয়তাবাদী বিএনপি দুগ্রুপে বিভক্ত পল্লী বিদ্যুৎ রেড ক্রিসেন্ট সোসাইটি,
ফায়ার সার্ভিস রোকনউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় উপজেলা শহীদ মিনারে যথাযোগ্য মর্যাদায় ফুলেল মাল্যদান।
এই ফুলেল মাল্যদান অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিআরডিবি অফিসার আজাদ রহমান, প্রথমে উপজেলা প্রশাসন তরফ থেকে উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন এর নেতৃত্বে ঘড়ির কাটা ঠিক ঠিক বারটা এক মিনিটে মাল্যদান করেন এ সময় মাল্যদানের সকল দপ্তর প্রধান গণনিয়ে মাল্য দান করেন । এরপর উপজেলা পরিষদের তরফ থেকে উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে উপজেলা পরিষদের প্রশাসক মনিরা খাতুনের নেতৃত্বে দ্বিতীয় আরেকটি মাল্যদান করেন। এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন উপস্থিতেউপজেলা শহীদ মিনারে মাল্যদান করেন। মুক্তিযোদ্ধা ব্যানারে মাল্যদান করেন এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফখরুদ্দিন ও মুক্তিযোদ্ধা আবুল কালাম ও মুক্তিযোদ্ধা শাজাহান। মানবিক পুলিশ কর্মকর্তা চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ রজিউল্লাহ খানের নেতৃত্বে উপজেলা শহীদ মিনারে মাল্যদান করেন।
বৃহৎ রাজনীতির ব্যানারে জাতীয়তাবাদী দল বিএনপি’র ব্যানারে একাংশে শাহজাহান সিকদার ও কুদ্দুস আলীর নেতৃত্বে শহীদ মিনারে মাল্য দান করেন।
পল্লী বিদ্যুৎ সমিতির ব্যানারে এজি এম মাহফুজুর রহমানের নেতৃত্বে মাল্যদান, রেড ক্রিসেন্ট সোসাইটি, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফ মোর্তজার নেতৃত্বে মাল্য দান করেন। সর্বশেষ রোকনউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, ওজাতীয়তাবাদী দল বিএনপি’রএকাংশে এজিএম বাদল আমিন অসুস্থ থাকার কারণে ওবায়দুল বারী দিপুখারনেতৃত্বে প্রথম প্রহরের মাল্যদান শেষ হয়।
২০২৪ এর ১৬ই ডিসেম্বরের উপজেলা প্রশাসন সহ সকল দপ্তর সুশৃংখল বিজয় দিবসে মাল্যদান করলে বিএনপি’র একাংশ মুক্তিযুদ্ধের প্রতিকৃতিতে জুতা পায়ে মাল্যদানে শহীদ মিনারে কলঙ্কিত করেছিল প্রশাসন সহ সুশীল সমাজ ব্যাপক ঘৃণিত মনোভাব ক্ষোপ প্রকাশ করেছিল। এবছর বিএনপির একাংশ তা উপলব্ধি করে সুশৃংখল মাল্য দান করেছে।