স্টাফ রিপোর্টার আব্দুস সালাম মোল্লা।ফরিদপুর চরভদ্রাসনের মাথাভাঙ্গা ও চরঝাউকান্দায় ইউনিয়নের চর গোপালপুর চর কল্যানপুর স্থানে আইনশৃঙ্খলা উন্নয়নে মতবিনিময় সভা ২৪ শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা মাথাভাঙ্গায় বিকেল ৫ ঘটিকায় বটতলা এলাকার বিভিন্ন শ্রেণির লোক জনের উপস্থিতিতে আইনশৃঙ্খলা উন্নয়নে সভা করেন। চরঝাউকান্দায় চরগোপালপুর স্থানে আইনশৃঙ্খলা উন্নয়নে মতবিনিময় করেন এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, চরঝাউকান্দা ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা, চরভদ্রাসন থানার অফিসার ইনচাজ’ রবিউল্লাহ খান এর নেতৃত্বে একদল চৌকশ অফিসার নিয়ে এসভায় উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ রফিকুজ্জামান ও কনস্টেবল মোঃ দেলোয়ার হোসেন।
পরে চরঝাউকান্দার চরকল্যাণ পুর, চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান বদু এলাকার লোকজন নিয়ে আইনশৃঙ্খলা উন্নয়নে সভা করে।
এলাকার মাদক,চুরি, নিমূলে সকলের সহযোগিতার চান চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান ।তিনি সেই সাথে মারামারি দাঙ্গা ফ্যাসাদ করে আইন-শৃঙ্খলা অবনতি না করার জন্য সকলের প্রতি অনুরোধ করেন।
এলাকাবাসীর সুশীল সমাজ চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ রজিউল্লাহ খানের এমন মহতি কর্মকান্ডে সাধুবাদ জানিয়েছে।