মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দেশের বিভিন্ন স্থানে নারী-শিশুসহ সবার ন্যায় বিচার ও ধর্ষণ বন্ধের দাবিতে দিনাজপুরের ঘোড়াঘাটে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে।
রবিবার (৯ মার্চ) বিকাল ৪ টার দিকে পৌরশহরের বাসস্ট্যান্ডে থেকে এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান মোড় ঘুরে আজাদমোড় কমলেশচন্দ্র কুন্ডু মার্কেটের সামনে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
এসময় শিক্ষার্থীরা, ‘বোন তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘মা তোমার ভয় নাই, তোমার ছেলে মরে নাই’, ‘উকিল তুমি বলো কার, ধর্ষক না ধর্ষিতার’,’ ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই’,’তুমি কে আমি কে,আছিয়া,আছিয়া’, ‘ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না’ ইত্যাদি প্ল্যাকার্ড,ফেস্টুন হাতে স্লোগান দিতে দেখা যায়।
এসময় সমাবেশে সাধারণ শিক্ষার্থী ও সচেতনমহলের ব্যানারে বক্তব্য রাখেন, মাহফুজ রহমান,বিপ্লব মন্ডল,আল- ইমরান, দিশান চৌধুরী, মেহেদী হাসান ইমু,সাকিব মিয়া, রায়হান মিয়া, তারেক রহমান, দিলরুবা আকতার বিপাশা আকাশ আহমেদসহ অনেকে। , দিলরুবা আকতার বিপাশা সহ অনেকে।
সমাবেশে বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা শুনছি। সেই বন্দোবস্তে নারীরা কোথায়, নারীর নিরাপত্তা কোথায়? একের পর এক এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। গত ১৫ বছর বিচারহীনতার সংস্কৃতি আমরা দেখেছি। কিন্তু গত ৫ আগস্টের পরও এই ঘটনাগুলো বারবার ঘটছে। জুলাইয়ে নারীরা এসবের জন্য কি সামনের সারিতে থেকে আন্দোলন করেছিলেন?’ যে নারীরা অভ্যুত্থানের সময় সামনের সারিতে থেকে ভূমিকা রেখেছেন, অভ্যুত্থানের পর দেখা যাচ্ছে, তাঁরা ঘরে ও রাস্তায় নিরাপদ বোধ করছেন না। রাষ্ট্র তাঁর নিরাপত্তা দিতে পারছে না। শহীদ মিনারে ফুল কুড়াতে গিয়ে একজন শিশুকে ধর্ষণের শিকার হতে হয়েছে। নারী তাঁর প্রতিবেশীর দ্বারা ধর্ষণের শিকার হন। বাসে ধর্ষিত হন। কোথাও নারীরা নিরাপদ নন।
নতুন বাংলাদেশে কেউ যেন আর ধর্ষণের শিকার না হন এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি স্বল্প সময়ের মধ্যে শেষ করার দাবি জানান তাঁরা।