মোঃ মেছবাহুল আলম,কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী)প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার অন্তর্গত ঐতিহ্যবাহী গোলেরহাট ফাজিল বিএ মাদ্রাসার ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্লাটিনাম জয়ন্তী আয়োজনের লক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৯ মার্চ২০২৫) শনিবার মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মোকসেদ আলী।
আলোচনা সভায় বক্তারা বলেন, গোলেরহাট ফাজিল বিএ মাদ্রাসার প্লাটিনাম জয়ন্তী আয়োজন একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে, যা শিক্ষা প্রতিষ্ঠানটির গৌরবকে আরও সমুন্নত করবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায় এবং তারা এ আয়োজনকে সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। আলোচনা সভা শেষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সম্মানে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এই প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানটি মাদ্রাসার ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।