নারী গৃহকর্মীদের সুরক্ষা ও জীবনমান উন্নয়ন; আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় গৃহকর্মীদের কল্যাণ নীতিমালা বাস্তবায়নে সরকারের কাছে দাবী জানান বক্তারা।
বুধবার মোহম্মদপুর আদাবর এলাকায় পদক্ষেপের প্রশিক্ষণ কক্ষে আশার আলো সোসাইটির উদ্যোগে এবং অক্সফামের সহযোগিতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে, সভাপতিত্ত্ব করেন আশার আলো সোসাইটির নির্বাহী পরিচালক মো. আব্দুর রহমান।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অফিসার (মোহাম্মদপুর এলাকা) মো সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার একটি সুন্দর এবং সময়োপযোগী নীতিমালা প্রণয়ন করেছে যা আমাদের অনেকেই জানেন না। আজকের এই মতবিনিময় সভার মাধ্যমে এই নীতিমালা কিভাবে বাস্তবায়ন করা যায় এবং গৃহকর্মীদের শ্রমিকের মর্যাদা দেওয়া যায় তার সুপারিশ আপনারা তুলে ধরেন।
প্রধান অতিথি আরও বলেন, গৃহকর্মীদের অধিকার বাস্তবায়নে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের মানসিকতার পরিবর্তন। আমাদের মানসিকতার পরিবর্তন হলেই এই সমস্যার অনেকটা সমাধান হয়ে যাবে। আর মানসিকতার পরিবর্তনে সামাজিক মাধ্যমে প্রচারণা এবং ক্যাম্পেন করা দরকার।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার গৌতম কুন্ড বলেন, শুধু গৃহকর্মীদের সচেতন করলেই হবে না। যারা গৃহকর্তা এবং বিভিন্ন হাউজিং এর পরিচালক তাদেরকে সচেতন করতে হবে এবং এই ধরণের মিটিংয়ে তাদের রাখতে হবে।
মোহাম্মদপুর থানার এস আই মমতাজ বেগম বলেন, অনেকেই থানায় আসতে ভয় পান। আপনারা (গৃহকর্মী) নির্ভয়ে থানায় আসবেন। অনেকসময় গৃহের মালিকরা গৃহকর্মীদের মিথ্যা মামলার ভয় দেখায়। মিথ্যা মামলার দিন শেষ হয়ে গেছে। আপনারা যেকোন সমস্যায় পড়লেই থানায় চলে আসবেন। আমরা আপনাদের পাশে আছি।
আশার আলো সোসাইটির গৃহকর্মীদের নিয়ে সামগ্রিক কাজের প্রতিবেদন তুলে ধরেন প্রজেক্ট অফিসার নাহার আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশার আলো সোসাইটির প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. আব্দুর রহমান।

এছাড়াও উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আশার আলোর প্রজেক্ট ডিরেক্টর সানোয়ার হোসেন,কনসালটেন্ট সাদিয়া শিশির,শিমুল, বাবুমনি, এডভোকেট মুন দাস, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, গৃহকর্মী, এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।