দুমকি (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে গাজায় জনসাধারণের উপর চলমান গণহত্যার বিরুদ্ধে দুমকি উপজেলা ষ্টুডেন্টস এসোসিয়েশন(ডুসা) ও সাধারণ শিক্ষার্থীদের এর ব্যনারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮মার্চ) সকাল ১১টায় দুমকি নতুন বাজার এলাকায় আল মামুন সুপার মার্কেট এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নতুনবাজারে দুমকি উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশন এর সভাপতি সাফায়েত হোসেন সাগর এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাত্রশিবির দুমকি উপজেলা শাখার সাবেক সভাপতি হাফেজ বাকিবিল্লাহ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন দুমকি উপজেলা স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের সদস্য রায়হান, ইমতিয়াজ, দুমকি উপজেলা শিবিরের সভাপতি মাসুদুর রহমান, ছাত্র প্রতিনিধি দুর্জয়, আমিনুল ইসলাম ও উপজেলা ছাত্র শিবিরের সেক্রটারী খালিদ হাসান মিলু প্রমুখ।