গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর একমাইল নালিবাড়ি এলাকায় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে ধারাবহর নালিবাড়ি যুব সমাজ। যেখানে অংশ নেয় মোট ৩২টি দল।
দীর্ঘ প্রতিযোগিতার পর ফাহিম ফুলকলি ফাইটার্স দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, আর রানার্সআপ হয় উমর এন্ড সানি রাইডার্স দত্তরাইল।
গত ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ফাইনাল ম্যাচে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই দর্শকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে দেয়, এবং মাঠজুড়ে স্থানীয় দর্শকদের বিপুল সমাগম লক্ষ্য করা যায়।
টুর্নামেন্টের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও ব্যবসায়ী রাসেল আহমদ, ব্রিটিশ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক বিজয় কাপালী এবং আমাদের প্রতিদিন পত্রিকার সিলেট প্রতিনিধি ইমরান আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার শাহজাহান বলেন, “এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা সমাজে একতা ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। খেলাধুলা শুধু শারীরিক সুস্থতার জন্যই নয়, মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাস বাড়ানোর জন্যও অপরিহার্য। আমি আয়োজকদের এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাই এবং চ্যাম্পিয়ন টিমকে তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানাই।”
তিনি আরও বলেন, “তরুণদের খেলাধুলার সঙ্গে যুক্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তাদের শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করে এবং ভবিষ্যতে দেশকে এগিয়ে নেওয়ার শক্তি জোগায়।”
টুর্নামেন্ট চলাকালীন পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা ও ক্রীড়াপ্রেমীরা দিনভর উত্তেজনাপূর্ণ ম্যাচ উপভোগ করেন।
খেলার ধারাভাষ্যে ছিলেন, যুবনেতা সুলতান মাহমুদ শুভ, আম্পায়ারের দায়িত্বে ছিলেন, হানিফ মাহমুদ ও শফি আহমদ।
খেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এলাকার মুরব্বি মিছলাউর রহমান, গৌছ উদ্দিন, প্রবাসী মামুন আহমদ, মাছুম আহমদ, আবু বকর, সলমান আহমদ প্রমুখ।