উজিরপুর বরিশাল প্রতিবেদক,
বরিশালের উজিরপুর উপজেলায় একটি সেতু নির্মাণ কাজের ঠিকাদার ও উপজেলো বিএনপির যুগ্ম আহ্বায়কের কাছে চাঁদা দাবি করে না পাওয়ায় শ্রমিকদের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় কৃষক দল ও ছাদ্রদল নেতার বিরুদ্ধে। উজিরপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব স্বপন মল্লিক ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির হোসেন সরদার ও তাঁর সহযোগিরা দুই দফায় এই হামলা-ভাঙচুর ও লুটপাট চালান বলে ওই বিএনপি নেতার অভিযোগ। এ ঘটনায় শুক্রবার রাতে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
উজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান ওরফে লিটন অভিযোগ করেন, উজিরপুর উপজেলার উত্তর বড়াকোঠা এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ( এলজিইডি) একটি প্রকল্পের আওতায় ১ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণের কাজ পান। এই কাজ শুরু করলে উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির হোসেন সরদার তাঁর ব্যবসায়িক অংশীদার বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম মল্লিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা না দেওয়ায় ছাত্রদল নেতা মনির হোসেন সরদার, উপজেলা কৃষক দলের সদস্য সচিব স্বপন মল্লিক ও তাঁর সহযোগিরা ক্ষিপ্ত হন।
এর জের ধরে গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যার পর প্রথম দফায় মনির হোসেন সরদার, স্বপন মল্লিক তাঁদের সহযোগী ২০-২৫ জনকে নিয়ে সেতু নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তাঁরা নির্মাণাধীন সেতুর কাজের এলাকায় ঢুকে শ্রমিকদের মারধর করেন এবং অস্থায়ী অফিস ঘরসহ ছয়টি সিসি ক্যামেরা ভাঙচুর করেন। হামলাকারীরা এসময় শ্রমিকদের রান্না করা খাবারও নষ্ট করে। হামলায় সেতুর কাজে নিয়োজিত শ্রমিক আতিকুর রহমান, লিয়ন ইসলাম, রিয়াদ হোসেন গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ছাড়া হামলাকারীরা এসময় নারী শ্রমিক মায়া বেগমকে মারধর ও শ্লীলতাহানি করে বলেও অভিযোগ রয়েছে।
এরপর ওইদিন রাতেই তাঁরা দ্বিতীয় দফায় হামলা চালান ঠিকাদার রফিকুজ্জামানের ব্যবসায়িক অংশীদার যুবদল নেতা মাসুম মল্লিকের ধামুরা এলাকার বাড়িতে। এসময় তাঁরা ঘরের মধ্যে প্রবেশ করে মুঠোফোন ও স্বর্ণালংকার লুট করে নেয়। এ সময় স্থানীয় মসজিদের মাইকে ডাকাত প্রবেশের ঘোষণা দেওয়া হলে গ্রামবাসী এগিয়ে আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।
তবে কৃষকদল নেতা স্বপন মল্লিক ও ছাত্রদল নেতা মনির হোসেন সরদার এসব অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেছেন, এসব ঘটনা সাজানো নাটক। আমাদের রাজনৈতিকভাবে জব্দ করতে এই্ মিথ্যা অভিযোগ সাজানো হয়েছে।
এ ঘটনায় ঠিকাদার রফিকুজ্জামান বাদী হয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির হোসেন সরদার, কৃষকদল নেতা স্বপন মল্লিকসহ তাঁদের সহযোগিদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় দশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দশ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী ও বিএনপি নেতা রফিকুজ্জামান অভিযোগ করেন, পুলিশ শুরুতে মামলা নিতে গড়িমসি করলেও গত শুক্রবার দিবাগত রাতে অবশেষে মামলা রুজু করেছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আ্দুস সালাম বলেন, “চাঁদাবাজির অভিযোগে মামলা নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করার পর এবিষয়ে সংশ্লিষ্টের বিরেদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”