মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে টাকা-স্বর্ণসহ একটি ঘরের যাবতীয় আসবাবপত্র ও চাল-ডাল পুড়ে গেছে। মঙ্গলবার ( ৮ এপ্রিল ) সকালে উপজেলার শশীদল ইউনিয়নের চৌব্বাস এলাকার সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুড়িচং ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, অগ্নিকান্ডে ব্রাহ্মণপাড়ার চৌব্বাস এলাকায় তাজুল ইসলামের বসতঘরে থাকা নগদ টাক প্রয়োজনীয় কাগজ পত্রসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমরা ধারনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হতে পারে।
খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক স্যারকে বিষয়টি অবগত করেছি। স্যারের নির্দেশনায় উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ৩০ হাজার টাকা ও ২০ কেজি চাউল এবং কিছু কম্বল দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ইউএনও।