মোহাম্মদ মাসুদ মজুমদার:
১৫ এপ্রিল মঙ্গলবার কুমিল্লা সমবায় ব্যাংক ভবনের তয় তলায় কুমিল্লা বাঁচাও মঞ্চের কুমিল্লা মহানগরীর সভা অনুষ্ঠিত হয়।
আগামী ২০ এপ্রিল ২০২৫ সকাল ১১ টায় কুমিল্লা ইপিজেড উত্তর গেটে ইপিজেডের কেমিক্যাল বর্জ্য সিটি কর্পোরেশনের প্রাকৃতিক খালে প্রবাহ বন্ধ ও আগামী বর্ষার আগেই মহানগরীবাসীর জলাবদ্ধতাবন্ধে দক্ষিণের খালগুলো পরিস্কারের দাবীতে বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্য আজকের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন এডভোকেট নাজমুস সাদাত।

সভায় আগামী ২০ তারিখ সকাল ১০:৪৫ মিনিটের মধ্যে কুমিল্লা ইপিজেড উত্তর গেটে সকল ওয়ার্ড থেকে নুন্যতম ১০ জন করে নাগরিককে উপস্থিত থাকার সিদ্ধান্ত গৃহিত হয়।
তাছাড়া আগামী বর্ষায় নগরবাসীকে জলাবদ্ধতা মুক্ত রাখতে দক্ষিণের খালগুলো পরিস্কার রাখতে সিটি কর্পোরেশন ভূমিকার সমালোচনা করা হয়। এতে বক্তব্য রাখেন সদস্য সচিব মো: নাসির উদ্দিন, যুগ্ম আহবায়ক ওমর ফারুক চৌধুরী সুমন, ফরহাদ হোসেন, নবী নেওয়াজ, কাউন্সিলর আব্দুল জলিল, এডভোকেট কামরুন নাহার, ইয়াসমিন আকতার, মহসিনুজ্জামান, ইসমাইল হোসেন, গোলাম জাকারিয়া, মোশাররফ হোসেন স্বপন প্রমূখ।তাছাড়াও শহর রক্ষায় গোমতী বাধ নির্মাণ, পার্কমব্যবস্হাপনা,বোটানিক্যাল গার্ডেন চালু,১৯ নং ওয়ার্ডে সেনাবাহিনী কর্তৃক বাসা ও মার্কেটের সামনে দেয়াল নির্মাণ, জলাবদ্ধতা, বাজার ব্যবস্থাপনা,সিটি এলাকা বর্ধিতকরণ,ইত্যাদি বিষয় নিয়া আলোচনা হয়।