সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজার শহরের পূর্ব হিলালপুর এলাকার বাসিন্দা ও জেলা বারের নবীন আইনজীবী অ্যাডভোকেট সুজন মিয়া কিশোর গ্যাংয়ের হাতে নির্মমভাবে নিহত হয়েছেন।
রোববার (৬ এপ্রিল) রাত ১১টার দিকে মৌলভীবাজার পৌরসভার সামনে একটি ফুচকা দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত অ্যাডভোকেট সুজন মিয়া ছিলেন পূর্ব হিলালপুর গ্রামের মো. জহিরুল ইসলামের ছেলে। তিনি সদ্য সিলেট বার ও মৌলভীবাজার জেলা বারে আইনজীবী হিসেবে যোগ দিয়েছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়,রাতের দিকে সুজন মিয়া পৌরসভা প্রাঙ্গণে একটি ফুচকা দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় একদল কিশোর গ্যাং হঠাৎ তার ওপর অতর্কিত হামলা চালায় এবং ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।
এ ঘটনায় শহরজুড়ে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। একজন উদীয়মান আইনজীবীর এমন নির্মম মৃত্যুতে স্থানীয় সমাজ ও আইনজীবী মহলে নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।